ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

খুলনায় বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

খুলনা নগরীর দৌলতপুরে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়ার সান্তাহার থেকে তেলবাহী একটি ট্রেন খুলনায় ফিরছিল। তবে ট্রেনটি খালি ছিল। সোমবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর থানার বিজিবি সদর দপ্তরের সামনে ট্রেনের পেছনের গার্ড বগি লাইনচ্যুত হয়।

ঘটনাস্থলে থাকা দৌলতপুর রেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই বগিটি রেল লাইন থেকে তুলে রেল যোগাযোগ সচল করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি